যারা এখনো শুধুই বন্ধু, বন্ধুর চেয়ে বেশী হয়েও অন্ধ, কিংবা জানালার একটা পাল্লা বন্ধ, একটু ভাল আর একটু মন্দ

তাদের জন্যেই কিছু এবড়ো খেবড়ো ছন্দ, তাদের জন্য কবিতা-গল্প, অল্প স্বল্প প্রেম, আড্ডা, হঠাৎ মেঘ এবং বৃষ্টি।

মন খারাপ থেকে MOOD OFF


আজকাল শব্দের ব্যপারে আমরা খুব choosy হয়ে গেছি। আমরা সমকালীন হওয়ার চেষ্টা করি। Trendy শব্দ ব্যবহার করি। সেই সব শব্দে Wit আর Smartness এর চমক স্পষ্ট। নিজেদের অনেক Smartly, কেত নিয়ে Express করতে গিয়ে কি আমরা ভীষণভাবে Expression হারাচ্ছি না?

এই ব্যপারে কেউ আমার সাথে একমত হবে কিনা জানি না? তবে আমার খুব মনে হচ্ছে ভীষণ রকম জোকার হয়ে উঠছি। Saracastic হয়ে উঠছি। দিনে দিনে ভীষণভাবে ফ্যাঁকাসে, Expressionless হয়ে পড়ছে ভেতরটা। আমাদের ভেতরে যে আয়না আছে, সেই আয়নাতে একটু খুঁটিয়ে দেখুন, সেখানে শুধু Smiley আছে, Emotion আছে, হাসি নেই, আবেগ নেই।

খুব বেশী শহুরে হওয়ার পরিণাম। নাকি নিজেকে খুব বেশী শহুরে দেখাতে চাওয়ার ফল। কারণটা যাই হোক। এখন আমরা অভিনয় শিখে গেছি। Formally informal হতে শিখে গেছি, মন খারাপ কে Mood Off  বলি এখন। আর জীবনকে Life.

মন খারাপ আর Mood Off এর মধ্যে কোথাও যেন একটা সুক্ষ পার্থক্য আছে। এই পার্থক্যটা শুধু ভাষার পার্থক্য নয়। মন খারাপ ব্যপারটা খুব আপন, সহজ। বালিশে মুখ গুঁজে কাঁদার মতন। মন খারাপ হলে কেমন ভুলে যেতে ইচ্ছে করে, ক্ষমা করে দিতে ইচ্ছে করে, ক্ষমা এবং আশ্রয় পেতে ইচ্ছে করে। Mood Off somehow, একটু রাগী, একটু বিরক্ত, নিজের কষ্টটা সামলাতে না পারার একটা অভিমান।

আমাদের কি আজকাল মন খারাপ হয়না? নাকি সেই মন খারাপটুকু নিজের মধ্যে লুকিয়ে রাখতে গিয়ে একটা রাগ, নিজের উপর একধরনের শাসনটাকে Mood Off বানিয়ে ফেলে। Mood Off এর মধ্যে খানিকটা “Stay Away” attitude রয়েছে। আর মন খারাপের মধ্যে আপনজনের কোলে মাথা রেখে কাঁদার সারল্যটুকু।

সারল্য!!!! সারল্য এখন এক ধরনের ‘sophisticated good joke’ কিংবা দুর্ভাগ্য অথবা এই শব্দটা শুধু গল্প কবিতার নায়ক নায়িকার Adjective মাত্র। জটিলতার মধ্যেও আনন্দ আছে, রহস্য আছে, কিন্তু একটা প্রচণ্ড অন্ধকার একাকীত্ব আছে। সেই অন্ধকারই এখন সহজলভ্য। কিন্তু permission নেই সেই অন্ধকারটুকু মেপে দেখার। কারন এখন সবার Mood Off হয়। মন খারাপ হয়না।

কেন হয়না? কারন আমরা চাইনা আমাদের দুঃখটুকু ভাগ করে নিতে। আমরা শিখে গেছি যে মনের সাদা আলোটুকু প্রকাশ করলে বহিরাগত তাতে নখের আঁচর বসায়। বুদ্ধি, অহংকার, জীবনবোধ, অভিজ্ঞতা এইভাবেই হয়তো ক্রমাগত দূরে নিয়ে গিয়ে ফেলেছে। পাশাপাশি মানুষ ক্রমশ জেদি, পাগলাটে এবং আরও একা হয়ে পড়েছে।

পৃথিবীতে, বলা ভালো, এই বিশ্বব্রহ্মাণ্ডে কেবলমাত্র একটি জিনিসই Static--“পরিবর্তন” আমরা Change হচ্ছি, Change হবো। এটা অঙ্ক, নিয়ম, ভবিষ্যৎ। হয়তো কোনোদিন আমাদের থেকেও শক্তিশালী কোনো জীব পৃথিবীতে রাজত্ব করবে। আমাদের থেকেও বুদ্ধিমান, আমাদের থেকেও শক্তিশালী, আমাদের থেকেও Strategist, আমাদের থেকে অনেক সময়োপযোগী।

সেদিন বোধহয় সবার ভেতরের অন্ধকারটা আবার সমান হয়ে আসবে, সেদিন হয়তো সত্যিই মন খারাপ হবে এবং মন ভালোও। সেদিন আবার একসাথে লড়াই করতে পারব। সব দুঃখ আর ঋনাত্মক শক্তিদের বিরুদ্ধে।

18 comments:

Mousumi Dutta said...

Dada osadharon likhecho. sotti valo legeche.

Ana said...

onekdin por ekta valo lekha porlam. khub valo likhechish. Baki lekha gulo o valo hoyeche.

Snigdha said...

Deep da sotti osadharon. Tomar oi lekha gulo kothay jegulo college life a likhechile? You should post them here.

Gargi Ghosh said...

It was truly awesome.

Tamoghno Mukherjee said...

Optimistic Literature i must say. Keep it up :)

Priyanka said...

Kono kotha hobena boss. :)

Arunima Ganguli said...

U hav the potential to b a gud writter. Nice. Lots of Love.

Azad Khan said...

If we learned to face our problems we will be able to reach our maximum potential.
Thank you Deep for the inspiring post.

Tamoghno Mukherjee said...

Guru tomar ager postgulo kothay?
Parle ekbar dekha diyo. Ami 22th a kolkatay aschi.

Rudranil Dasgupta said...

Lekhar gunogoto man niye kichu bolbo na. Joto din jachchey, lekha gulo aro aro aro uchotay pouchoche. Moner kotha eto sorol kore bujhiye deoa, ja moner konay lukie thaka anubhti guloy ekta khocha mare. Ei lekhata well controled. No atirikto kotha no kom kotha. Perfect words to describe the mind.

Deep said...

ধন্যবাদ সবাইকে।

Sampriti Roy said...

Mon ta kemon kharap hoye gelo eta pore.
Sorry for the joke. Valo legeche bt tui serious lekha chere comedy valo koris. Amar mone hoy tor ager form e fire jaoya uchit.

Barnali Thakur said...

Mard ko dard nahi hota !! Khub baaje concept. Mon kharap ebong mood off era jakhan male female nirbisheshe graas kore, tokhon kanna ke keno eto feminine bhabe dekha hoy !!! Amar to mone hoy kaadte na parata ekta durbolota. Ebong kaadte na para ta aaro koster !

Amra eka eka kaadi, kokhono kono close bondhur kachhe. Ei prosonge ekta line mone porchhe...

Crying need not be a sign of weakness or an imposition on the person who witnesses it, rather we honor the person with whom we cry .

Majhe modhye mone hoy ei kanna ba mon kharap egulo bodhoy ekta tribute e, ekta emotion er uddesye, ekta relation er uddesye, emontion er arekta shade e bodhhoy, kimba soriri rup !

Tista said...

Thik e bolecho "Change" e ekmatro static ei duniyay. Taai ota niye matha ghamiye bisesh labh nei, sudhu niejder kromosho eka eka hoye jaoa somporke consciousness ta komate hobe !!

Arunavo said...

How do you come up with such stuff?
By the time you graduate may you start a new school of thought.
This stale world needs fresh insights from people like you.

Devjani said...

Hi,
I read most of your work here. What I love the most about all of it is that every piece of yours has one or two lines which strike me like a stab of knife, but only painless and bloodless. To put in your words - "Harmless, but strong." And it is as real as the tangible, and at the same time, as abstract as even the thought of the intangible.

Anonymous said...

Never really expected this kind of mature,sensible post from you kiddo ! Awesome work. Keep up the spirit.

Pranob Mukherjee said...

Intelectual