যারা এখনো শুধুই বন্ধু, বন্ধুর চেয়ে বেশী হয়েও অন্ধ, কিংবা জানালার একটা পাল্লা বন্ধ, একটু ভাল আর একটু মন্দ

তাদের জন্যেই কিছু এবড়ো খেবড়ো ছন্দ, তাদের জন্য কবিতা-গল্প, অল্প স্বল্প প্রেম, আড্ডা, হঠাৎ মেঘ এবং বৃষ্টি।

আমার রবীন্দ্রনাথ

আমার চিলেকোঠার ঘরে একফালি রোদ্দুর আমার রবীন্দ্রনাথ
আমার প্রেমে অপ্রেমে, ব্যর্থ রাতের অশ্রুধারায় শান্তির সংস্থান আমার রবীন্দ্রনাথ
বৈশাখের দাবদাহে, বাদলের প্লাবনে আর ২২ শে শ্রাবণে আমার রবীন্দ্রনাথ
নির্ঝরের স্বপ্নভঙ্গে, বাউলের একতারায় দিক্বিদিক আমার রবীন্দ্রনাথ।   

No comments: