যারা এখনো শুধুই বন্ধু, বন্ধুর চেয়ে বেশী হয়েও অন্ধ, কিংবা জানালার একটা পাল্লা বন্ধ, একটু ভাল আর একটু মন্দ

তাদের জন্যেই কিছু এবড়ো খেবড়ো ছন্দ, তাদের জন্য কবিতা-গল্প, অল্প স্বল্প প্রেম, আড্ডা, হঠাৎ মেঘ এবং বৃষ্টি।

স্বেচ্ছাচারী

না আমি ভালো ছেলে নই
অজান্তে অশালীন হই,
না আমি কিছুই বুঝিনা,
বার বার হেরে গিয়ে শান্তি খুঁজিনা।
আমার অকুলীন ক্ষোভে,
এ শহর পাশ ফিরে শোবে
আন্দোলনের রাতে আমিও সাজাবো
শহর পরেই তার বেহালা বাজাবো।


শঙ্কিত আলোকেরা আমাকে না পেলে
দেখবো কেমন করে ডানাগুলো মেলে
উড়ে যায় দূরে যায় খুঁড়ে খায় জানি
আমি আজকাল শুধু আমাকেই মানি,
গৃহহীন আলোহীন একা ফুটপাথে
মন টন খারাপেরা দল বেঁধে হাঁটে
ট্যাক্সি ট্রাম চাপা পড়ে গিয়ে কাঁদে
আমার বিরুদ্ধে সব জোট টোট বাঁধে।


নই আমি কমদামী নই আমি সোজা
অত কাঁচা নই আমি, নই আমি বোঝা
আলস্যে অকারণ ফেলোনা আমাকে
আমি জানি আজও খুশী আমাকেই ডাকে।।





10 comments:

Gargi Ghosh said...

Sechchacharita valo.

Tamoghno Mukherjee said...

Amra prottekei sechchachari. Keu keu sechcchacharita prokash korena, aar kichu lok evabe likhe prokash kore.

Priyanka said...

Charcter speaks. Nice one.

Arunima Ganguli said...

I hav also dat kind of chrcteristic. Film editing chere mgzine edit kora shuru kor. Lots of luv. :>

Azad Khan said...

Truely awesome. Love it. Wish u all the best.

Pranob Mukherjee said...

Biplob Dhirghojibi Hok.

Ana said...

Hmmm aajkal sob e paltachhe. Paltachhe rabindranath thakur er gaan er maane o. Tor kobitay ebar karur jeno chhayaa dekhte pachhi. Oi charepaase jara poriborton na ki bolchhe. tader moto. sotyi e amra Ekhon oi jayga te e ese dariyechhi. jekhane sohor purbe amra dariye behala bajabo ar hoyto bolbo, WHY SO SERIOUS. Ba na bajale o keu bajale take somorthon korbo.

Rudranil Dasgupta said...

Guru tumi likhe jao. Amra achi tomar sathe. Notun mgzine ber hochche college a. Parle ekta lekha pathiye diyo.

Deep said...

ধন্যবাদ সবাইকে।

@Ana: কিছুটা আমার ব্যক্তিগত জীবন নিয়েও লেখা। কোন রাজনৈতিক প্রেক্ষাপটে আবিষ্ট হয়ে লিখিনি।

@Rudra: ভাই আমার কাছ থেকে ভালো লেখা পাওয়া দুষ্কর। ব্যস্ সঙ্গে থাকিস।

Shamik Mitra said...

:)