ভুবনেশ্বর ভ্রমণ করে এলাম। ছবি দেখবে? আমার ফেসবুক প্রোফাইল এ আপলোড করেছি। আমার নিজের মতে জায়গাটা খুব সুন্দর। বরষাকালে তোমার সাথে দুবার হানিমুনে আসার ইচ্ছে আছে। একবার বিয়ের আগে একবার বিয়ের পরে।
প্রসঙ্গত মহারাষ্ট্রের মত ওখানেও লিভ-ইন রিলেশনশিপ অলিখিতভাবে প্রযোজ্য। সুতরাং তোমার সাথে ঘুরতে যাওয়া, ইত্যাদি ইত্যাদি, এখানকার লোকের এবং পুলিশের বাল ছেঁড়া গেছে তাতে।
বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। টি.ভি তে আই.পি.এল চলছে। আমি চাইব চেন্নাই জিতুক। কলকাতা জিতলে ভাল হতো। কিন্তু দাদার সাথে হারামিগিরি করার পর আমি যেমন চাইতাম ভারত হারুক তেমনি এখনো চাই KKR হারুক। শাহরুক আর বুচাননের মুখে গোবর পড়ুক। আমি হাততালি দিয়ে নাচবো। চেন্নাই জিন্দাবাদ। এবং হ্যাঁ আমার তামিল শেখার একদম ইচ্ছে নেই।
জানো কতদিন ধরে ভাবছি যে ব্লগটা লিখব। কিন্তু আর লেখা হয়না। ল্যাদ লাগে। সারাদিন আবির রাজীব কুশল আর কমলদার সঙ্গে অকারণে ৮বি তে বসে থাকার পর আর এন্থু থাকেনা। তাও হতো যদি তুমি এন্থু দিতে। তা তো তুমি দিলে না। (তাই বলে ভেবো না যে তুমি এন্থু না দিলে আমার কিছু করার ক্ষমতা নেই)। তাই এরকম একটা বড় গ্যাপ হয়ে গেল। অবশ্য দোষটা তোমারই। ভাবছি বাড়ি (Do I really have one?) গেলে কয়েকটা টেলিফিল্ম বানাবো নতুন করে। বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে হবে। আরও কিছু করতে হবে পারলে।
বলতে ভুলে গেছি আজকাল I hate the profession of Software engineers. And I hate myself for being in a same. কারন? কারন হল যাদের কোথাও যাওয়ার নেই তারা এখানে আসে। “এখানে” কথাটার আসল মানে বুঝতে পারলে তবেই এই paragraph পড়বে। নইলে তোমার কাছে একটা খুব misleading এবং ভুল মানে যাবে যা আমি একেবারেই চাই না।
ছাড়ো ওসব। তোমাকে একটা গানের লিরিক্স ডেডিকেট করছি। আশা করছি ভালো লাগবে।
তোমাকে না লেখা চিঠিটা ডাকবাক্সের এক কোণে
সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে
সেই চিঠি যত লেখা থাকে একা একা
সেই গানে না শোনা সুর একা একা আঁকা
ছুঁয়ে যায় তবু কখন এসে
যদি বলি সে সবই তোমারই
একা চিঠি একা আঁকা গান
সাঁইয়া সাঁইয়া সাঁইয়া
আমি আমিতে ভাসিনি কোনোদিনও নীলে
তুমি তোমার দুচোখে সেই নীল ছুঁলে
আজও আমার সারাটা নীল থাকে একা একা
সেই চিঠি না পড়া সুর একা একা আঁকা
ছুঁয়ে যায় তবু কখন এসে
যদি বলি সে সবই তোমারই
দুচোখে ভেসে যাওয়া নীল আমার
সাঁইয়া সাঁইয়া সাঁইয়া
তোমার সাথে খেলার ছলে
তোমার কথায় ছিলাম বলে
সেই খেলা নিয়ে ছিলাম হারিয়ে গিয়ে
সেই খেলা নিয়ে ছিলাম হারিয়ে গিয়ে
আজ খেলা শেষের এ শহরে
হারিয়ে ফেলে খুঁজি তোমায়
আজ এত আলোর এ আঁধারে
এ মন তোমাকেই ছুঁতে চায়
সাঁইয়া সাঁইয়া সাঁইয়া
তুমি ছিলে তোমার সাথে
একলা চাঁদের একলা রাতে
আমি আমায় নিয়ে
ছিলাম হারিয়ে গিয়ে
আজ একা একা এ শহরে
হারিয়ে ফেলে খুঁজি তোমায়
আজ এত আলোর এ আঁধারে
এ মন তোমাকেই পেতে চায়
সাঁইয়া সাঁইয়া সাঁইয়া
ব্যাস্ আর কি? ব্লগ লেখা ভালো, কিন্তু বেশী লেখা ভালো নয়। আমি promise করছি আবার লিখব। রাগ করোনা। কিংবা করতেও পারো। রাগ করলে তোমায় বেশ sweet লাগে। ভেবো না ফ্লার্ট করছি। কারন সেই বয়সটাই আর নেই। সুতরাং টা টা।
ইতি তোমার
*********
No comments: