ওরা বলল তুই, তুই ই হবি সেই ছোট ছেলে, কাঞ্চির বিরুদ্ধে কর্ণাটের রাজা। হাতে দশ মিনিট। ঝালিয়ে নে মিথ্যে খাওয়া সাজা। কার্টেইন পড়লেই নেপথ্যে চিৎকার কি রে কোরাস কর। ঘোড়ার পায়ের টগবগ টগবগ, নিরস্ত্র শিরস্ত্রাণ। আমার বুক ফেটে গেছে কান্নায়, তবু বলতে পারিনি বিধুশোক ঐ একটা নাটকে আমি, ‘তুমি’ হতে চেয়েছিলাম। রবীন্দ্রনাথ তো বলেছিলেন ফ্রি কাস্টিং। কিন্তু আমি তো রাজার কথায় শাস্তি পেতে চাইনি, আমি যে ‘তুমি’ হতে চেয়েছিলাম বিধুশোক।
No comments: