যারা এখনো শুধুই বন্ধু, বন্ধুর চেয়ে বেশী হয়েও অন্ধ, কিংবা জানালার একটা পাল্লা বন্ধ, একটু ভাল আর একটু মন্দ

তাদের জন্যেই কিছু এবড়ো খেবড়ো ছন্দ, তাদের জন্য কবিতা-গল্প, অল্প স্বল্প প্রেম, আড্ডা, হঠাৎ মেঘ এবং বৃষ্টি।

আবার বকওয়াস

দুর্গাপূজায় বাড়ীর বাইরে থাকার মধ্যে কোনও আনন্দ আছে কি ? সারাদিনের লাভ-লোকসান, হওয়ানা হওয়া কাজের হিসাবের মধ্যের ওই আনন্দটুকু এক একদিন সকালে উঠে আলস্যের ধার ঘেঁসে পিছলে পড়ে থাকা রোদ্দুরটুকু সেই আনন্দের যেন জোগান দেয় মা আসছে বন্ধুরা সবাই একসাথে আশ্রমের নাট মন্দিরে, নতুন জামা গায়ে দিয়ে পূজার প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছে, কিম্বা একসাথে কোনও টেলিফিল্মে ব্যস্ত সেসব থেকে অনেকখানি দূ্রে । আজ বসে সঙ্গী করি আকাশটাকে

ঝুলে থাকা কালপুরুষের দল, হাতে তীর ধনুক নিয়ে নিশানা করে থাকে আমার দিকে নিজের প্রতিটা দিন, রাত্রিকে পিচ হয়ে ওঠা ছায়াময় রাস্তার মধ্যে দিয়ে টেনে নিয়ে যেতে যেতে খেয়াল করি ঘরের কোণে মেঘের পরে মেঘ জমে মেঘময় হয়ে থাকা আমার আকাশ গুলো ।  ফেসবুক এর ওয়ালে পোস্ট বা পোস্টার করা স্ট্যাটাসগুলো বোঝার চেষ্টা করি বার বার মুছে নতুন করে পোস্ট করার চেষ্টা করি সেই দুএকটা রঙের ছিটেতে লিখতে ইচ্ছে হল আমার আর ঐ কালপুরুষ ঝুলে থাকা নিঃঝুম আকাশটার গল্পকথা সেই মনে আবার শুরু করলাম বিক্ষিপ্ত বাজে বকওয়াস । 

No comments: