যারা এখনো শুধুই বন্ধু, বন্ধুর চেয়ে বেশী হয়েও অন্ধ, কিংবা জানালার একটা পাল্লা বন্ধ, একটু ভাল আর একটু মন্দ

তাদের জন্যেই কিছু এবড়ো খেবড়ো ছন্দ, তাদের জন্য কবিতা-গল্প, অল্প স্বল্প প্রেম, আড্ডা, হঠাৎ মেঘ এবং বৃষ্টি।

ভেঙ্গে গেলেও গুঁড়ো হয়ে যাইনি

আসলে বাজে বকওয়াস এখন প্রায় ছেড়েই দিয়েছি। আর সত্যি কথা বলতে গেলে গত ৬-৭ মাস ধরে চেষ্টাই করিনি। আর না করে অজুহাত দিয়ে চলেছি একটার পর একটা। কি লিখব না লিখব ভাবতে ভাবতে এই লাইনগুলোই ঘুরপাক খাচ্ছিল মাথার মধ্যে। টাইপ করে ফেললাম।


অতল গভীরে তলিয়ে যাওয়া একটা স্বপ্ন
বাঁচে কিনা ডলারকে পাশ বালিশ করে
বা কখনো নেলপালিশের গন্ধে মিশে যাওয়া
দুটো নিয়ম মাফিক মিথ্যে কথা হাওয়ায় ওড়ে
সেলফোনে রাগের মাথায় ডিলেট করে দেওয়া এস.এম.এস. গুলোকে
খুঁজতে যাওয়া অবুজ ছেলে
আজ নিয়মিত প্রেম করছে ফেসবুকে
জীবনযাপনে নেই কোন বিশেষ কৌশল
রাত জেগে জেগে নিদ্রাহীনতার রোগ ছুয়েছে ঘর বাড়ী
কিছুই মনে নেই!
ভুলে গেছি- তোমার শরীরের ঘ্রাণ, মুছে গেছে আচরের দাগ!
হারিয়ে ফেলেছি বাজারের লিস্টের মত
 "১.ভালোবাসি ২.ভালোবাসি ৩.ভালোবাসি"

দুপাশের সাঁড়াশি আক্রমণে নিজেকে যেন 
আধখাওয়া কামড় দেওয়া পাউরুটির মত লাগছে
জীবনের ছক্কাটা যতই বারবার ঝাঁকাই "এক" এর বেশি কিছুই দেয়না।
শতবার স্নানের পরেও করুন দশাটা দেখে নিজের মনে গভীরভাবে হাঁসি।
আত্মকাহিনী, ক্ষোভ, আর অল্প কিছু পাওয়ার ঠিকানা।
কে যেন বলতো আমি নাকি সব পারি।
হয়তো পারি বলেই ভেঙ্গে গেলেও গুঁড়ো হয়ে যাইনি।

No comments: