যারা এখনো শুধুই বন্ধু, বন্ধুর চেয়ে বেশী হয়েও অন্ধ, কিংবা জানালার একটা পাল্লা বন্ধ, একটু ভাল আর একটু মন্দ

তাদের জন্যেই কিছু এবড়ো খেবড়ো ছন্দ, তাদের জন্য কবিতা-গল্প, অল্প স্বল্প প্রেম, আড্ডা, হঠাৎ মেঘ এবং বৃষ্টি।

রামগরুড়ের ছানা

এই রামগরুড়ের ছানা
তোর হাসতে কেন মানা?
হাসির কথা শুনলে বলিস
হাসব না না না না।
মাতঙ্গিনীর উল্লাসে,
ঝড় যখন ঐ আসে,
ভয় আর সন্ত্রাসে
আড় চোখে তুই মিটমিটিয়ে
তাকাস আশেপাশে।
তোর ঘুম নেই দুই চোখে,
কে তোকে আজ রোখে?
তুই আপনিতে যাস বকে
কোন স্বপ্নের ঝোঁকে?
তুই যাস না বনের কাছে
কিম্বা গাছে গাছে
দখিন হাওয়ার ধাঁচে
কেউ যদি হাসে পাছে
শান্তি নেই তোর মনে
মেঘের কোণে কোণে
তুই থাকিস দিন গোনে
কোন সে নির্জনে
ঝোপের ধারে ধারে
রাতের অন্ধকারে
হঠাৎ নির্বাকারে
তুই কাঁদিস বারে বারে।
রামগরুড়ের ছানা
তোর কিসের এত ব্যাথা?
ছাই ভরা তোর মাথা
তুই বানাস নকশীকাঁথা
রামগরুড়ের ভাষা
পড়তে খুবই ঠাঁসা
হাসির হাওয়া বন্ধ সেথায়
নিষেধ শুধু হাসা।

হা হা হা হা হা হা।

No comments: