যারা এখনো শুধুই বন্ধু, বন্ধুর চেয়ে বেশী হয়েও অন্ধ, কিংবা জানালার একটা পাল্লা বন্ধ, একটু ভাল আর একটু মন্দ

তাদের জন্যেই কিছু এবড়ো খেবড়ো ছন্দ, তাদের জন্য কবিতা-গল্প, অল্প স্বল্প প্রেম, আড্ডা, হঠাৎ মেঘ এবং বৃষ্টি।

সাপ লুডো

ওরা পথের ধারে গড়াগড়ি করে ধুলো বালি মেখে
কানা চাল আর মোটা ভাতে দিন কাটায় সুখে
ছেঁড়াখোঁড়া জামা পড়ে হাত বাড়িয়ে দাঁড়ায়
ভাঙ্গা খেলনায় আনন্দ পায় নালার জলে ঝাঁপায়

ফুটপাথে হাত মেলে দেয়, আধুলি পয়সা ফুটো
সবুজবাতির রং রুটে খেলুক সাপ লুডো
দেখে ভাবি এসব নিয়েই আছে ওরা বেশ

মই দিয়ে ওপরে ওঠে সাপের মুখে শেষ।

2 comments:

Priyanka said...

Concept ta valo laglo

Arunima Ganguli said...

Moi diye opore othe saper mukhe sesh