যারা এখনো শুধুই বন্ধু, বন্ধুর চেয়ে বেশী হয়েও অন্ধ, কিংবা জানালার একটা পাল্লা বন্ধ, একটু ভাল আর একটু মন্দ

তাদের জন্যেই কিছু এবড়ো খেবড়ো ছন্দ, তাদের জন্য কবিতা-গল্প, অল্প স্বল্প প্রেম, আড্ডা, হঠাৎ মেঘ এবং বৃষ্টি।

এলোমেলো

নদী বলেছে বদলাবে পথ
বাঁকের শেষে একলা পারে
বসে আছে সে মেঘলা মনে
হারিয়ে গেছে মেঘেরই দেশে
মেঘ কেটেছে রোদ উঠবে বলে
ঝড় থামবে নতুন শুরু হবে বলে
কিছু আদর জলে ধুয়ে যাবে
বাকি সব স্মৃতি হয়ে মনে ‍রয়ে যাবে।

No comments: