যারা এখনো শুধুই বন্ধু, বন্ধুর চেয়ে বেশী হয়েও অন্ধ, কিংবা জানালার একটা পাল্লা বন্ধ, একটু ভাল আর একটু মন্দ

তাদের জন্যেই কিছু এবড়ো খেবড়ো ছন্দ, তাদের জন্য কবিতা-গল্প, অল্প স্বল্প প্রেম, আড্ডা, হঠাৎ মেঘ এবং বৃষ্টি।

একটু অন্যরকম

 অন্যরকম গল্পগুলোর অন্যরকম মানে
অন্য মানে অন্য কেন অন্য লোকে জানে
অন্য কোথাও অন্য ছলে অন্য আকাশ দেখে
অন্য রকম মেঘের বুকে অন্য বৃষ্টির চোখে
অন্য তুমি অন্য মনন অন্য রকম ছোঁয়া
অন্য রকম ভাবনা ভেবেও অন্য স্মৃতির হাওয়া।
অন্যরকম দশার খোঁজে অন্য রকম মন
অন্যরকম তোর ছায়াতে অন্য মন কেমন
অন্যরকম কারণ অকারণে অন্য চাওয়া পাওয়া
অন্যভাবে অন্য হয়ে ভালবাসতে চাওয়া
অন্যরকম যদি হত অন্য রাজার কন্যে
অন্য দেশে দিশাহারা রাজপুত্তের জন্যে
যখন অন্যভাবে অন্য বেশে পক্ষীরাজে ভেসে
জিয়নকাঠি ছুঁয়ে যাবে রাজকন্যার কেশে
অন্যরকম ভাবনা গুলোর অন্যরকম ভাষা

অন্য না হয় নাই বললাম এসব অন্য আশা।

1 comment:

Priyanka said...

Sotti Onno rokom