যারা এখনো শুধুই বন্ধু, বন্ধুর চেয়ে বেশী হয়েও অন্ধ, কিংবা জানালার একটা পাল্লা বন্ধ, একটু ভাল আর একটু মন্দ

তাদের জন্যেই কিছু এবড়ো খেবড়ো ছন্দ, তাদের জন্য কবিতা-গল্প, অল্প স্বল্প প্রেম, আড্ডা, হঠাৎ মেঘ এবং বৃষ্টি।

ছন্দবদ্ধ

রাতের কাহিনী ভেবেছিলাম নাম
তারপর লিখতে ভুলে গেলাম
স্বপ্নভঙ্গ নির্ঝরের একার
স্বপ্ন নেই স্বপ্ন নিয়ে বাঁচার
একটা দুটো শব্দ আসে হাতে
ছন্দগুলো হারায় খরচাখাতে
যুদ্ধ করে শব্দ লেখা হয়
ভাবনাগুলো তবু কুয়াশাময়
বদলে গেছে জীবন নাকি আমি?

উত্তর নেই আজ প্রশ্নটাই দামী

1 comment:

Priyanka said...

:)