যারা এখনো শুধুই বন্ধু, বন্ধুর চেয়ে বেশী হয়েও অন্ধ, কিংবা জানালার একটা পাল্লা বন্ধ, একটু ভাল আর একটু মন্দ

তাদের জন্যেই কিছু এবড়ো খেবড়ো ছন্দ, তাদের জন্য কবিতা-গল্প, অল্প স্বল্প প্রেম, আড্ডা, হঠাৎ মেঘ এবং বৃষ্টি।

এটা কিন্তু কবিতা নয়

আজ হঠাৎ আকাশটা আবার মনে হল চেনা
আজ হঠাৎ আবার যেন হলাম আনমনা
আজ হঠাৎ হারিয়ে গেলাম অতীত দিনের স্রোতে
আজ হঠাৎ আবার ইচ্ছে হল আমার উষ্ণ হতে
আজ হঠাৎ তোমার স্মৃতি ফিরছে বারবার
আজ কি তবে তোমায় আমি হারালাম আবার।


আজ হঠাৎ ভীড়ের মাঝে বড় এলোমেলো লাগল মনটা
অবিন্যস্ত কিছু চিন্তা আর মন খারাপ করা একটা বিকেল বেলা
ভেবেছিলাম দিনটা হবে অন্যরকম, ভাবিনি কেমন করে হবে।
কিছু ব্যস্ততা, একটা উষ্ণ বিকেল আর অচেনা সেই মন খারাপের গন্ধটা  
এক পশলা বৃষ্টি হয়েছিল আজ, স্রোতের গন্ধ বুকে নিয়ে,
ভেসে যাওয়া মেঘগুলো দেখে কোথায় যেন মনটা গেল হারিয়ে
ভেবেছিলাম কাটাবো একটা দিন শুধু তোমার সাথে একলা হয়ে কোথাও
দুটো মুহূর্ত আর অনেকটা ভাবনা এলোমেলো খরস্রোতা
আজ ভাসাবো অনেক কাগজের নৌকা পাঠাবো অনেক না বলে ওঠা বার্তা। 

No comments: