যারা এখনো শুধুই বন্ধু, বন্ধুর চেয়ে বেশী হয়েও অন্ধ, কিংবা জানালার একটা পাল্লা বন্ধ, একটু ভাল আর একটু মন্দ

তাদের জন্যেই কিছু এবড়ো খেবড়ো ছন্দ, তাদের জন্য কবিতা-গল্প, অল্প স্বল্প প্রেম, আড্ডা, হঠাৎ মেঘ এবং বৃষ্টি।

খামখেয়ালীপনা

আপোষহীন কোনও নীল রঙের আভায়
বিবর্ণ তোমার নারী মন। 
তোমার শূন্যতার গভীরে প্রতীক্ষায় আমি 
হচ্ছি কোনও স্বীকারোক্তির বিচারে দহন।

পুরনো খাতার আনাচে কানাচে লুকিয়ে থাকা 
তোমার নাম প্রকাশ পায় 
কোনও মেইল আই ডির পাসওয়ার্ডে। 
ধুয়ে মুছে ফেলে দেওয়া অভিমান 
স্পষ্ট ফুটে ওঠে সামনে খোলা বইয়ের পাতায়।

রঙ্গীন জল আর সাদা ধোঁয়ার দুঃখ বিলাসিতা 
অবকাশ পেলেই ঠিকরে বেরায় জমা অভিমানের তেষ্টা। 
জন্ম নেয় আর একটা আনকোরা হাতের লেখায় 
একটুকরো খামখেয়ালীপনা।

1 comment: