যারা এখনো শুধুই বন্ধু, বন্ধুর চেয়ে বেশী হয়েও অন্ধ, কিংবা জানালার একটা পাল্লা বন্ধ, একটু ভাল আর একটু মন্দ

তাদের জন্যেই কিছু এবড়ো খেবড়ো ছন্দ, তাদের জন্য কবিতা-গল্প, অল্প স্বল্প প্রেম, আড্ডা, হঠাৎ মেঘ এবং বৃষ্টি।

ছন্নছাড়া

কলেজ থেকে ইউনিভারসিটি 
প্রতিষ্ঠিত হওয়ার দৌড়ে 
বন্দী এক নতুন ইমারতে 
বদলাল পরিস্থিতি বদলাল শহর। 
বদলাল না কিছু স্বভাব, 
বদলাল না কিছু জবাব।
আচ্ছন্ন হতে চাইছে মন, 
আঁকড়ে ধরতে চাইছে 
কিছু ভুলে যাওয়া স্মৃতিকে। 
শুনতে চাইছে কিছু না বলা কথা। 
খুঁজছে কিছু হারিয়ে যাওয়া প্রতিচ্ছবি।

আশেপাশের মানুষগুলো যখন 
ব্যস্ত নিজেদের আঁখের গোছাতে, 
আমি তখন কবর থেকে 
অস্তিত্ব খোঁজার পথে।
বন্ধুদের ভিড় থেকে অনেক দূরে, 
মিথ্যে কথার জঞ্জাল সরিয়ে, 
দৈহিক সম্পর্কের জটিলতা এড়িয়ে, 
মন চাইছে আজ একটু একা হতে।

ছন্নছাড়া ভাবনা আমার 
মেলছে মনে ডানা, 
তাই আবোল তাবোল শব্দ জুড়ে 
নষ্ট করছি সময়খানা।

2 comments:

Tamoghno Mukherjee said...

Gurudev kothay achen?

Arunima Ganguli said...

Valo laglo