যারা এখনো শুধুই বন্ধু, বন্ধুর চেয়ে বেশী হয়েও অন্ধ, কিংবা জানালার একটা পাল্লা বন্ধ, একটু ভাল আর একটু মন্দ

তাদের জন্যেই কিছু এবড়ো খেবড়ো ছন্দ, তাদের জন্য কবিতা-গল্প, অল্প স্বল্প প্রেম, আড্ডা, হঠাৎ মেঘ এবং বৃষ্টি।

কিছু সম্ভাবনা শিল্পের সংশ্রব পেয়েছে, কিছুটা হয়েছে ফাঁকি।
কিছু স্বপ্নঘাতক, আর কিছুটা আমার মধ্যে বাকি।
কিছু প্রশ্ন প্রত্যয়, কিছুটা ছুঁয়েছে তোমার চোখ।
কিছু সংকল্প যৌনতার জরায়ু প্রাচীরে, ওর পৃথিবীটাও আমাদের হোক। 
কিছু মাতৃয় প্রসব বেদনায়, কিছুটা অঙ্গার প্রশমিত।
কিছু বিশ্বাস আশ্রিত, কিছুটা যোগ্যতার ভয়ে ভীত।
কিছু সম্পর্ক সমকামিতা, কিছু দাম্পত্য মৃত।

কিছু প্রেম খাঁটি, কিছুটা একঘেয়ে অবসৃত। 

No comments: