যারা এখনো শুধুই বন্ধু, বন্ধুর চেয়ে বেশী হয়েও অন্ধ, কিংবা জানালার একটা পাল্লা বন্ধ, একটু ভাল আর একটু মন্দ

তাদের জন্যেই কিছু এবড়ো খেবড়ো ছন্দ, তাদের জন্য কবিতা-গল্প, অল্প স্বল্প প্রেম, আড্ডা, হঠাৎ মেঘ এবং বৃষ্টি।

ইতিহাস সাক্ষী বিপন্ন পুরুষের

প্রতিনিয়ত যে মানুষ খুঁড়ছে নিজেকে অবিরত, তার সাথে ইতিহাস সরীসৃপদের মিল যেমন আছে, অমিল ও ততোধিক। যেমন শেক্সপিয়ার এর প্রতিটি নায়ক চরিত্র সদর্পে বীর, সঙ্গে প্রত্যেকেই এক বিপন্ন পুরুষের দৃষ্টান্ত। চরিত্রগুলো বেরঙ্গিন নয়, তবু Catastrophe তে গিয়ে bluntজানিনা সেটা শেক্সপিয়ার এর বক্তব্য প্রকাশের অক্ষমতা না lack of university education. অথচ ইতিহাস সাক্ষী সেই চওড়া বুকের নায়কেরাই নিজেকে, নিজের ক্ষমতাকে সপে দিয়েছে পরিস্থিতির নির্বিকার, নিরবিপাক বেদিমূলে। Macbeth, Julius Ceaser, Edward কেউ ই বাদ পড়েনি। 

No comments: