যারা এখনো শুধুই বন্ধু, বন্ধুর চেয়ে বেশী হয়েও অন্ধ, কিংবা জানালার একটা পাল্লা বন্ধ, একটু ভাল আর একটু মন্দ

তাদের জন্যেই কিছু এবড়ো খেবড়ো ছন্দ, তাদের জন্য কবিতা-গল্প, অল্প স্বল্প প্রেম, আড্ডা, হঠাৎ মেঘ এবং বৃষ্টি।

রাতজাগা খামখেয়ালি কিছু কথা

ছোট্ট সে স্বপ্ন এসেছিল মনে
অপরাধী করে গেল শূন্য এক কোনে
রাতভর জেগে ভাবি আশা আর নয়
তবু সেই অধরারা ফিরে ফিরে রয়।

বহুদিন হয়ে গেল এই ব্লগে লিখিনি। এদিকে ব্লগ ব্যাপারটা আমার রক্তে ঢুকে গেছে। ব্যাপারটা খুব একটা সহজ নয়, আবার খুব একটা অস্বাভাবিক বা অনাকাঙ্খিত- তাও বলবো না। এটা শুধু একটা ব্যাপার। ব্যস্ ঐটুকুই। ব্যাপাররা ব্যাপারদের নিয়ে থাকুক, তাতে আমার বাল একেবারেই ছেঁড়া যায় না। কারণ ব্যাপারদের ব্যাপার থেকে আমার ঐগুলো অনেক বেশী মূল্যবান।


ও হ্যাঁ বলতে ভুলে গেছি আমি খুব ভালো ছেলে হয়ে গেছি। এত ভালো যা তুমি কোনদিনও ভাবতে পারোনি। মাল খাই না বা বিড়ি-সিগারেট(এমন কি গাঁজাও) ফুঁকি না। কোন দিনই বা ঐসব নেশা ছিল। আর মাগিবাজি তো “নইব নইব ছো”, আমি এখন প্রতিদিন সকালে উঠি। ফর্মাল স্যুট-বুট-টাই পড়ে ক্লাসে যাই(যার থেকে খালি কলেজ কলেজ গন্ধ বেরোয়) সারাদিন ক্লাসে বসে থাকি কিংবা ল্যাব করি। ক্লাস বা ল্যাব বাঙ্ক করার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারিনা। Attendence  ৯৫%, ক্লাসে মেয়েদের সঙ্গে গল্প করি মানছি, কিন্তু গল্প করাটা Offence নয়। ভগবান ভদ্রলোক মুখটা শুধু মুখ দেখাতেই দেয়নি।


ভালো ছেলে হওয়া আরও বাকি আছে। শুনে যাও। আমি প্রতিদিন পড়াশোনা করি, ক্লাসে ফাঁকি দেইনা। Even হস্টেলে ফিরেও পড়াশোনা করি। (এই না, ভালো ছেলেরা মিথ্যে বলেনা)।


খিস্তি মারতাম না কোনোদিন, এখনও মারি না। বিশুদ্ধ ইংরেজিতে কথা বলার চেষ্টা করি, সাধে না কুলোয় হিন্দি আর পাঞ্জাবী। বাংলা বলাটা rare occasion হয়ে যাচ্ছে। তাতে কোনও চাপ নেই অবশ্য। আমার বাংলা ইদানীং আর ভালোও লাগে না।


আরও শুনবে? দ্যাখো বাপু, এখনও ইচ্ছে থাকলে পড়তে থাকো, নইলে এই প্যারাটা skip করে যেতে পারো। আমার আরও উন্নতি হয়েছে। আমি professional হচ্ছি। একটা নতুন language ও শিখেছি। নাম scheme. তাতে হুল্লু প্রোগ্রামও নামাচ্ছি। পরীক্ষায় ফাটিয়ে দিয়েছি যদিও একটা সেম ই হয়েছে। জীবনযাত্রা ভালোই চালাচ্ছি। টাকা পয়সা বিশেষ খরচা করছিনা। টাকা পয়সা খরচা হবে বলে এবার ছুটিতে বাড়িতেও যাইনি। হস্টেলে বসে শান্ত ছেলের মত ব্লগ লিখছি। গল্প লিখছিনা, মানে কোনও সেই রকম লেভেল এর প্রেমঘটিত চাপ হয়নি, সেরকম লেভেলের ঝাটও জ্বলেনি। একদিন জ্বলে ছিল অবশ্য, সেটা কাটিয়ে দিতেও পারো।


পড়াশুনা হল, বইখাতা হল, সেম ও গেল। জীবনযাত্রাও হল না হয়। কিন্তু সত্যি বলোতো সুন্দরী মেয়ে ছাড়া একটা ছেলের Discussion কোনোদিন থামতে পারে? সহজ ব্যাপার, পারেনা। কিন্তু আমি তো ভালো ছেলে, অচেনা মেয়েদের দিকে তাকাইও না। যদি ভুলবসতো চোখ পড়েও যায় “তওবা তওবা রাম রাম” বলে চোখ ফিরিয়ে নেই। সত্যি বলছি, এখানে আসার পর থেকে শুধু চারটে মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছি। তাদের নাম অবশ্য বলবো না। বললে অবশ্য আমার বা*(ছিঃ আমি খিস্তি দেই না বলেছি তো) ছেঁড়া যায় না। কিন্তু আমারও কিছু আসে যায় না। ঐ সুন্দরী (কিংবা তথাকথিত) মেয়েদেরও কিছু এসে যায় বলে মনে হয়না। বা* এর কথা ওদের নিয়ে বললাম না, আছে কিনা sure নই। থাকলে ওদেরও ছেঁড়া যায় না।


না আর নয়। প্রচুর ভুলভাল বিক্ষিপ্ত বাজে বকে ফেললাম ঐসব নিয়ে। আমি তো আগেই বলেছিলাম ভাল না লাগলে না পড়াই বাঞ্ছনীয়। চুলকানি তো তোমার কম নয় পড়ে ফেলেছ এতদুর। আর আমি যেহেতু ভালো ছেলে সেহেতু ঐসব নিয়ে বেশী বলা সাজে না। আমার চিন্তা ভাবনাও খুব অহিংস হয়ে গেছে। আমি পশুপাখি ভালোবাসি সেটা তুমি জানো। সেই জন্যই আমি প্রায় শুদ্ধ সাকাহারি হয়ে গেছি। না মাছ, না মুরগী, না ডিম। ওসব খাওয়া ভালো লাগেনা। তাই বলে আবার ভেবে বসো না আমি ওসব মেয়ের দুঃখে খেতে ভুলে গেছি। (কোন মেয়ে by the way?) বিশ্বাস করো আমি সব সব্জি খাই। মানে খাওয়া শিখছি। প্রতিদিন ফলের রস খাই। রাস্তার ধারে কেটে রাখা ফলের রস নয় অবশ্য। ইঞ্জিনিয়ারদের ঐসব খাওয়া বারণ।


জীবন বড়ই আনন্দময়। এত আনন্দ সহ্য হলেই হয়। এখন মাঝে মাঝে অবশ্য একটা জিনিষ মনে হয়। সেটা স্থানের দোষে বলা গেল না। পরে না হয় সাক্ষাতে বলবো। By the way “তুমি” কে? যারা এই লেখাটা পড়বে বা পড়বেন তারা ভেবে বল বা বলুনতো এই “তুমি”টা কে?

24 comments:

Sampriti Roy said...

Osadharan. Lekha ta pore mon ta khub bhalo hoye galo. Eto sahojvabe sahaj bhasai kauke towakka na kore eto sundor lekha bhaba jai na. Habit gulo khub e realistic. Just two lines for u:
"Rehna Tu, Hai Jaisa Tu
Thoda sa dard tu, Thoda Sukun"

Barnali Thakur said...

Motamuti ja bujhchi alcohol ar cig dutoi toke jalacche. Patience, dhoirjo ar nijer luck egulote biswas rakh. As i have always said ja ghote tar pechone karon thake ebong karon ta tor bhalor dikei hoi. Realization is only a function of time!!! Milie nish kothata. Cheers!

Priyanka said...

Jaai hok, ei blog e punoraborton besh interesting. Bhalo chheler moto lokhhiti hoye aaro kichhu post koro sighroi. Idaning bangla bhalo laagchhe na bolei bujhi ei post ta banglay likhle ???

Arunima Ganguli said...

Bohudin por tor blog niye bosechhi. Kotha diyechhilam blog shesh korbo pore. Kotha rakhte parini. Taai abar bosechhi.
Jani tor ekhankaar obosthar songe tor okhankar obosthar kichhu mil nei, abar mil o achhe. Ami shudhu ekta kothai bolbo. "Bhalo chhele" hote hobe bole mon kharap korbi na. Jevabe hok, jekono upaaye hok, mon ke khushi rakhbi, anonde rakhbi.

Tamoghno Mukherjee said...

Osadharon bhai. Shudhu ekta kothai bolbo tumi change hoyo na guru. Bakita amra dekhe nebo. Shighroi kolkata chole eso. Ekta choto khato hoye jaak.

Anonymous said...

Now this is something really funny and I am not commenting on your blog honey coz the pieces are damn good, how the hell do you define yourself?
I tell you now how I came upon your blog: through Smally's comments---and it took me a while to pin this down to you! but as I have already taken some of the poison there is no sighing away I guess? So I shall keep reading. And so keep writing dear. Rock on!

Deep said...

@Niharika: Thanks honey. You know my blog not my story you've heard what i've done but not what ive been through so stop judging me.

Deep said...

@Tamoghno: i hope u never mind that i mentioned u tommy in facebook.

Deep said...

বর্ণালীঃ বিশ্বাস কর এখানে আসার পর অ্যালকোহল আর সিগারেট দুটোই কমে গেছে।

প্রিয়াঙ্কাঃ আসলে আমি এই ব্লগটার কথা ভুলেই গেছিলাম। আর বাংলা তো প্রায় বলাই ছেড়ে দিয়েছি।

অরুনিমা দিঃ কেমন আছ? অনেকদিন পর বক্তব্য রাখলে।

Rajosree said...

HOW do you write like *this*?

Deep said...

@Rajosree: I've seen much better actually, so I don't know. I will only =) now.

Rajosree said...

Your writings are natural and thats a good thing. Like all the great writers, you have a different, distinct style. I could write an eulogy to it, but perhaps, some other time :)

Deep said...

I'm gonna take you up on that I hope you know? Once when I am old, rich and bored, I'll sit on a large cushioned chair and pull on my pipe and you shall sit near my rather large chair and write this eulogy =P

Rajosree said...

hahaha Sure thing. Then its a deal. I write an eulogy to you and the obituary comes free with that :P

Mousumi Dutta said...

@deepda tomar kolkata prem ekhono gelo na. By the way, esob baje bokowas charo ar prem kora shuru koro. Boyosh hoye jachche pore meye pabe na bolchi.

Deep said...

প্রেম কি আর এত সহজে যায়। আর ৫ বছরের relationship. সেটা কখনোই যাবে না। I still love kolkata & will foreve.

Arunavo said...

I loved the connected that binded me while reading...M following ur blog .. got the link from shweta's blog!

Shamik Mitra said...

░█░░░█░█░▄▀░█▀▀░█▀▄░░▀█▀░█░█░█░▄▀▀░
░█░░░█░█▀░░░█▀░░█░░█░░█░░█▀█░█░░▀▄░
░█▄▄░█░█░▀▄░█▄▄░█▄▀░░░█░░█░█░█░▄▄▀░

Devjani said...

Simply put- I love your words :)
and will keep visiting, but will probably listen more than speak.

Pallavi Bhattacharya said...

Ektu beshi hoye gelo.

Tista said...

Ki ar likhbo. Nijeke beshi expose kore felecho.

Shadows said...

Brilliant post! I can see you've had a lot of practice falling in and out of love, and hence the wisdom :)

Pranob Mukherjee said...
This comment has been removed by the author.
Pranob Mukherjee said...

Osadharon Bhai.