যারা এখনো শুধুই বন্ধু, বন্ধুর চেয়ে বেশী হয়েও অন্ধ, কিংবা জানালার একটা পাল্লা বন্ধ, একটু ভাল আর একটু মন্দ

তাদের জন্যেই কিছু এবড়ো খেবড়ো ছন্দ, তাদের জন্য কবিতা-গল্প, অল্প স্বল্প প্রেম, আড্ডা, হঠাৎ মেঘ এবং বৃষ্টি।

আবির দাদার জন্মদিনে কবিতাটা আবিরদাদার জন্য

আজ উঁকি মেরে দেখছে সাগর নীল আকাশ
পরক্ষনেই চুরি যায় দা ভিঞ্চির ক্যানভাস
ল্যাদ ল্যাদ আর ল্যাদ কুঁড়ে খায় বারোমাস
ফাঁক পেলে খুঁজে নেয় ছুটির অবকাশ

শীতকালে শীতঘুম দুপুর হয় প্রাতরাশ
ঠোঁটে চুমু নেই, আছে নিকোটিন আর ছাইপাঁশ।
সময়ের স্রোতে ধুলো পরা ভালোলাগা একরাশ
হৃৎস্পন্দনে ক্লোরোফিল, জমা হয় দীর্ঘশ্বাস।   

No comments: