যারা এখনো শুধুই বন্ধু, বন্ধুর চেয়ে বেশী হয়েও অন্ধ, কিংবা জানালার একটা পাল্লা বন্ধ, একটু ভাল আর একটু মন্দ

তাদের জন্যেই কিছু এবড়ো খেবড়ো ছন্দ, তাদের জন্য কবিতা-গল্প, অল্প স্বল্প প্রেম, আড্ডা, হঠাৎ মেঘ এবং বৃষ্টি।

বন্ধুত্ব

সে পথ আর পা মিলিয়ে হাঁটে না এক পথে।
সে মুহূর্ত আজ ধরা দেয় না সময় কে বস মেনে।
কর্মসূত্রে দূরত্ব বাড়েনা, বাড়ে কর্মযজ্ঞের মনোমালিন্যে।
সে মানুষগুলোও আজ হাসে না মুখোশের আড়ালে।
দূরত্ব বাড়লে শুধু সম্পর্ক নয়
নিজের ছায়াকেও প্রকাণ্ড মনে হয় আয়নায় দাঁড়ালে।

No comments: